শনিবার ০৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৫ মার্চ ২০২৫ ২৩ : ১৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দলের ব্যর্থতা দেখে দেখে ক্লান্ত সমর্থকরা। আইএসএল হোক বা এএফসি, প্রাপ্তির ভাড়ার শূন্য। আইএসএলের প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পর এএফসিতেও হার। অবশেষে সমর্থকদের ধৈর্যের বাঁধ ভাঙে। বুধবার রাতে ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ হয়। কেঁদে ফেলে সাপোর্টাররা। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাদের পদত্যাগের দাবি জানায় সমর্থকরা। আক্রমণ করা হয় দেবব্রত সরকারকে। তাঁদের শান্ত করার চেষ্টা করেন গায়ক মনোময় ভট্টাচার্য। কিন্তু নিজেদের দাবিতে অনড় থাকে লাল হলুদের ফ্যানরা। বিক্ষোভ নিয়ে দেবব্রত সরকার জানান, একজন সমর্থক হিসেবে তিনি নিজেও হতাশ। তাঁর কান্না পাচ্ছে। দেবব্রত সরকার বলেন, 'সমর্থকদের মধ্যে তো আমিও পড়ি। আমিও সমর্থক। আমারও কান্না পাচ্ছে। কী করা যাবে? দিমি গতবারের সর্বোচ্চ স্কোরার। তাঁকে নেওয়ার জন্য সমর্থকরা পাগল হয়ে গিয়েছিল। আমরা নিয়েছি। সে যদি ক্লিক না করে, পারফর্ম না করে, আমি কী করতে পারি? দল আমরা করি না। কোচ করে। কোচ যা টিম করবে সেটা নিয়েই চলতে হবে। সমর্থকদের কষ্ট হবেই। আমরা সবাই কষ্ট পাচ্ছি। যত তাড়াতাড়ি কষ্টের দিন অতিক্রম করা যায় তার চেষ্টা কোম্পানিও করছে, আমরাও করছি।'
ঘরের মাঠে হারায় অ্যাওয়ে ম্যাচে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে। আশা ছাড়ছে না লাল হলুদ শিবির। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'রবিবার একটা ম্যাচ খেলেছে। কপাল হোক, ক্লান্তি হোক, ঠিক ক্লিক করছে না। সবাই দেখেছে কী গোল মিস করেছে। তবে ওরা খুব স্মার্ট। বুদ্ধিমতি দল। টেকনিক্যালি শক্তিশালী। আমাদের কোচ পজিটিভ। শিলংয়ের ম্যাচে কয়েকজনকে বিশ্রাম দিতে পারলে দ্বিতীয় লেগে ভাল রেজাল্ট আশা করা যায়।'
হাল ছাড়ছেন না অস্কার ব্রুজোও। এদিক মাত্র এক গোলের ব্যবধানে হারায় এখনও একটা আশার আলো দেখছেন। তবে জানিয়ে দিলেন, দ্বিতীয় লেগে শুরুতেই গোল তুলে নিতে হবে। অস্কার বলেন, 'আমাদের আশা এখনও শেষ হয়ে যায়নি। সম্ভাবনা রয়েছে। তবে ওখানে শুরুতেই গোল তুলে নিতে হবে। সেটা না করতে পারলে হবে না।' এদিন যে বিপক্ষের ট্যাকটিক্সের জালে আটকে গিয়েছেন, মেনে নিলেন ইস্টবেঙ্গল কোচ। অস্কার বলেন, 'ওরা খুব ট্যাকটিকালি খেলেছে। আমরা ওদের সঙ্গে পারিনি। ওরা সবাই মিলে রক্ষণ সামলেছে। আমরা সেটা ভাঙতে পারিনি।' এদিন অনেক দেরীতে প্লেয়ার পরিবর্তন করেন ব্রুজো। এই প্রসঙ্গে জানালেন, এদিনের ম্যাচের বেঞ্চ তেমন শক্তিশালী না হওয়ায় বিশেষ বিকল্প তাঁর হাতে ছিল না। হারলেও একাধিক সুযোগ পায় ইস্টবেঙ্গল। কিন্তু তেকাঠিতে রাখতে পারেনি। স্ট্রাইকারদের তাগিদের অভাব ছিল। নাম না করলেও দিমিত্রিয়স ডিয়ামানটাকোসের ওপর যে তিনি অসন্তুষ্ট, সেটা হাবেভাবে বুঝিয়ে দেন ব্রুজো।
ছবি: অভিষেক চক্রবর্তী
নানান খবর
নানান খবর

অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের, আগামী দু’ম্যাচেও নেই বুমরা, কবে ফিরবেন?

অস্ত্র পাচারের জন্য বেছে নিয়েছিলেন এমসিজিকে, খেলা চলাকালীন বন্দুক, গুলি সহ গ্রেপ্তার দুই যুবক

জল্পনাতেই সিলমোহর, ম্যাঞ্চেস্টার সিটি ছাড়ছেন ডি ব্রুইন, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা মিডফিল্ড মায়েস্ত্রোর

সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি সারলেন জলপরী সায়নী

জল্পনার মধ্যেই প্রেমজীবনের রহস্য ফাঁস, আরজে মাহভাশ যা বললেন, জানলে চমকে যাবেন

জাভি হার্নান্দেজের শেষ মুহূর্তের গোল, জামশেদপুরে হেরে কামব্যাকের আশায় কলকাতা ফিরছে মোহনবাগান

উঠে দাঁড়ানোর মতো পায়ের জোর নেই পাকিস্তানের! নিউ জিল্যান্ডে গিয়ে বিধ্বস্ত হওয়ার পর বলছেন প্রাক্তনরা

কেমন আছে বিরাটের আঙুলের চোট? মুম্বইয়ের বিরুদ্ধে পাওয়া যাবে তাঁকে? আরসিবি কোচ দিলেন বড় আপডেট

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন তারকা ক্রিকেটার, কবে ফিরবেন জানা নেই?

ভারত এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবেন রোহিতরা, কোথায় হবে সেই খেলা?

ভরা আইপিএলের মাঝেই মুম্বইয়ের মালকিন হলেন সারা, যদি ভাবেন ক্রিকেট দল কিনেছেন তাহলে ভুল ভাবছেন

রাবাদা না খেলায় এসে যায় সুযোগ, বল হাতে তুলে নিলেন কোহলির উইকেট, কে এই আর্শাদ খান?

কেকেআরের খেতাব জয়ের পিছনে বড় অবদান, সেই দামি তারকার হয়ে নাইটদের খোঁচা দিলেন গাভাসকর

একই মরশুমে মুকুটে জোড়া পালক জুড়তে চান গ্রেগ স্টুয়ার্ট, সেমিফাইনালের আগে জানালেন তাঁর ইচ্ছা

ভারতের হোম সিরিজের সূচি ঘোষিত, প্রথমবার বর্ষাপাড়ায় হবে টেস্ট ম্যাচ